গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৮, অধিকাংশ নারী ও শিশু
- By Jamini Roy --
- 21 November, 2024
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৮৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেক। আলজাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
ইসরাইলি সেনাবাহিনী বেইত লাহিয়া ও গাজার শেখ রাদওয়ান পাড়ায় ব্যাপক হামলা চালায়। বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানান, বহু মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকাজে বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মানবিক সংকট আরও প্রকট হয়েছে।
অবরোধের ফলে ফিলিস্তিনিদের উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। ইসরাইলের হামলায় হাসপাতাল, মসজিদ, স্কুলসহ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইলের আগ্রাসন আরও বাড়ে। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলছে।